কোস্ট গার্ডে ২৬০ নাবিক নিয়োগ ( Coast Guard vacancy)
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ইন্ডিয়ান কোস্ট গার্ড) নাবিক (জেনারেল ডিউটি)' পদে ২৬০ জন লোক নিচ্ছে।
এই পদের ব্যাচ নং: 02/2024.
কারা কোন পদের জন্য যোগ্য || Who is eligible for which post
নাবিক (জেনারেল ডিউটি): অঙ্ক ও ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন।
বয়স সীমা || age limit
বয়স হতে হবে। ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.রা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
দৃষ্টিশক্তি হতেহবে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৯। চশমা থাকলে যোগ্য নন।
বেতন ও সুযোগ সুবিধা || Salary and benefits
বেসিক পে: ২১,৭০০ টাকা।
এছাড়াও রেশন ভাতা, পোশাক ভাতা, ডাক্তারি খরচ, সরকারি আবাসে পরিবার-সহ থাকার সুযোগ, যাতায়াত ভাড়ায় ছাড়, ১০ লাখ টাকা পর্যন্ত গ্রুপ বিমা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ক্যান্টিন, ঋণ ইত্যাদির সুযোগ পাবেন।
শরীরের আক্ষমতা || Body capacity
শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ (গোর্খা, নেপালী ও অসমীয়া হলে ১৫২) সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি (অন্তত ৫ সেমি প্রসারণক্ষম) ও স্বাভাবিক ওজন থাকতে হবে। স্বাভাবিক শ্রবণশক্তি ও দু'পাটি অক্ষত দাঁত থাকা দরকার। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।
কোথায় ট্রেনিং হবে কত খরচ হবে || Where will the training be and how much will it cost?
ট্রেনিং হবে ওড়িশার আই.এন.এস. চিল্কায়। ট্রেনিং চলার সময় যাবতীয় খরচ সরকার বহন করবে।
কোন কোন জেলায় কত শূন্যপদ আছে ও কাদের কতগুলো শূন্যপদ আছে। || How many vacant posts are there in any district and how many vacant posts do they have?
মোট শূন্যপদ :২৬০টি।
এর মধ্যে উত্তরাঞ্চলে :৭৯টি (জেনাঃ ৩১, ই.ডব্লু.এস. ৮, ও.বি.সি. ১৭, তঃউঃজাঃ ৮, তঃজাঃ ১৪)।
পশ্চিমাঞ্চলে : ৬৬টি (জেনাঃ ২৬, ই.ড.এস. ৭, ও.বি.সি. ১৪, তঃউঃজাঃ ৭, তঃজাঃ ১২)।
উত্তর- পূর্বাঞ্চলে :৬৮টি (জেনাঃ ২৭, ই.ডব্লু.এস. ৭, ও.বি.সি. ১৫, তঃউঃজাঃ ৭, তঃজাঃ ১২)।
পূর্বাঞ্চলে : ৩৩টি (জেনাঃ ১৩, ই.ডব্লু.এস. ৩, ও.বি.সি. ৭, তঃউঃজাঃ ৪, তঃজাঃ ৬)।
উত্তর পশ্চিমাঞ্চলে : ১২টি (জেনাঃ ৫, ই.ডব্লু.এস. ১, ও.বি.সি. ৩, তঃউঃজাঃ ১, তঃজাঃ ২)।
আন্দামান ও নিকোবর : ৩টি (ও.বি.সি. ১, তঃউঃজাঃ ১, তঃজাঃ ১)।
প্রার্থী বাছাই প্রক্রিয়া || Candidate selection process
প্রার্থী বাছাই হবে ৩টি ধাপে। প্রথম ধাপের কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে এপ্রিলে। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে মে মাসে। তৃতীয় ধাপের পরীক্ষা হবে অক্টোবর মাসে। প্রথম পার্টের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের ৬০ নম্বরের ৬০টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে অঙ্ক-২০টি, বিজ্ঞান ১০টি, ইংরিজি ১৫টি, রিজনিং ১০টি, জি.কে. ৫টি। সময় ৪৫ মিনিট।
সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ৭ মিনিটে ১.৬.কি.মি. দৌড়, ২০ বার ওঠ-বোস আর ১০ বার পুশ-আপ। সব বিষয়ে সফল হলে ইন্টারভিউ। শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সব শেষে ডাক্তারি পরীক্ষা হবে ওড়িশার আই.এন.এস. চিল্কায়।
দরখাস্তর প্রক্রিয়া ও দরখাস্তর তারিখ || Application Process and Application Date
দরখাস্ত করবেন অনলাইনে, ১৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ওয়েবসাইটে www.joinindiancoastguard.cdac.in এজন্য প্রথমে পাশপোর্ট মাপের ফটো (১০ থেকে ৪০ কেবির মধ্যে), সিগনেচার (১০ থেকে ৩০ কেবির মধ্যে), বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে 'I Agree'তে ক্লিক করে Online Application'এ গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
আবেদন ফী || Application fee
পরীক্ষা ফী বাবদ ৩০০টাকা অনলাইনে জমা দেবেন।তপশিলীদের কোনো টাকা লাগবে না।টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পাবেন।