পশ্চিমবঙ্গে৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু ||ICDS WB Anganwadi Recruitment 2024Apply Anganwadi Teacher Helper Vacancies

Top Post Ad

 রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু ||ICDS WB Anganwadi Recruitment 2024Apply Anganwadi Teacher Helper Vacancies,

ICDS WB Anganwadi  Recruitment 2024Apply Anganwadi Teacher Helper Vacancies


রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রায় ৩৫ হাজার শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা জানান, প্রতিটি জেলার জেলা শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স বদল করায় নিয়োগ করতে দেরি হয়েছে।


এই দুই পদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ও বেতন ইত্যাদি দেওয়া হল।


শিক্ষাগত যোগ্যতা: অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ‌ করতে হবে|


বয়স: এই দুই পদের জন্য বয়স লাগবে ১৮ থেকে ৩৫ বছর। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা, ওয়ার্ডের বাসিন্দা হতে হবে।আগে নিয়ম ছিল, অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ক্লাস এইট পাশ। বয়স ছিল ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত।


শূন্যপদ: মন্ত্রী জানান, রাজ্যে মোট ১ লাখ ১৯ হাজার ৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে ১ জন করে কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে ২১ হাজার ৪৯২টি কর্মী ও ১৩ হাজার ৯০৬টি সহায়িকার পদ খালি আছে। সব মিলিয়ে ৩৫,৩৯৮টি শূন্যপদ এবার পূরণ করা হবে। কোন কেন্দ্রে ক'টি শূন্যপদ আছে, তা সংশ্লিষ্ট আই.সি. ডি.এস. কেন্দ্র (সি.ডি.পি.ও. অফিস), পঞ্চায়েত অফিস বা, বি.ডি.ও. অফিসে পাবেন।


অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী এর বেতন?

পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসে ৮,৩৫০ টাকা ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ৬,৩০০ টাকা। যাঁরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ১০ বছর চাকরি করেছেন, তাঁদের পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করতে হবে।



প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সফল হলে ভাইবা টেস্ট। লিখিত পরীক্ষায় থাকবে ৯০ নম্বর। এর মধ্যে ৭৫ নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের (এম.সি.কিউ.) এই সব বিষয়ে: (ক) পাটিগণিত (ক্লাস এইট মানের) ২০ নম্বর, (খ) নিউট্রিশন, পাব্লিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন-১৫ নম্বর, (গ) ইংলিশ ল্যাঙ্গোয়েজ ২০ নম্বর, (ঘ) জেনারেল নলেজ -২০ নম্বর, (ঙ) প্রবন্ধ লেখা (১৫০ শব্দের মধ্যে বাংলায় প্রবন্ধ লিখতে হবে) ১৫ নম্বর। ইন্টারভিউয়ে থাকবে ১০ নম্বর।


 যে এলাকায় বসবাস করেন, সেখানকার বি.ডি.ও. অফিস, সি.ডি.পি.ও. অফিস কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবেন। কোনো কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া হয়েছে, কোনো কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শিগগিরই শুরু হবে।


আবেদন প্রক্রিয়া -অফ লাইন

Below Post Ad

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area