কলকাতা পুলিশ কনস্টেবল 3734 পদের আবেদন শুরু|Kolkata Police online apply 2024

Top Post Ad

 

কলকাতা পুলিশ কনস্টেবল 2024 :3734 পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে(Kolkata Police Constable 2024 Notification Out for 3734 Posts)

Kolkata Police

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য কলকাতা পুলিশ কনস্টেবল 2024 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য মোট 3734 টি শূন্য পদ প্রকাশ করা হয়েছে। চাকরি ইচ্ছুক পার্থীরা 1লা মার্চ 2024 থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে আবেদন ।পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল পদের জন্য মোট 3734 টি শূন্যপদ প্রকাশ করেছে। মোট শূন্যপদগুলির মধ্যে, 3464টি শূন্যপদ কনস্টেবল পদের জন্য এবং 270টি শূন্যপদ লেডি কনস্টেবল পদের জন্য। আগ্রহী প্রার্থীরা West Bengal Police Recruitment Board তাদের website গিয়ে আবেদন করতে পারবেন।

Kolkata Police Constable 2024 Notification Out for 3734 Posts

কলকাতা পুলিশ কনস্টেবল টেবিল রিসর্ট

  • Organization Name :- West Bengal Police Recruitment Board

  • Post :- Constable and Lady Constable

  • Vacancy :- 3734

  • Job Location :- Kolkata

  • Selection Process :- Preliminary, PMT, PET, Final Written Test, and Interview

  • Official Site :- http://www.wbpolice.gov.in/

  • Application Mode :- Online

  • Starting date to apply :- 1st March 2024

  • Closing Date :-29th March 2024

নিয়োগ প্রক্রিয়া

কলকাতা পুলিশ কনস্টেবল 2024-এর জন্য নির্বাচন প্রক্রিয়ায় 5টি ধাপ রয়েছে- প্রাথমিক, পিএমটি, পিইটি, চূড়ান্ত লিখিত পরীক্ষা এবং সাক্ষাত্কার। পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য প্রার্থীদের প্রতিটি পর্যায় ক্লিয়ার করতে হবে এবং তারপর অবশেষে কেপি পুলিশ কনস্টেবল 2024-এর জন্য নির্বাচিত হতে হবে।

প্রথমে প্রার্থী দের Preliminary Written Test হবে ১০০ নাম্বার এর MCQ based প্রশ্ন থাকবে উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে। উত্তীর্ণ প্রার্থীদের Physical Measurement Test (PMT), Physical Efficiency Test (PET), হবে । শারীরিক পরিমাপ পরীক্ষা ও শারীরিক দক্ষতা পরীক্ষা পাস প্রার্থীদের হবে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা পাস প্রার্থীদের হবে ইন্টার ভিউ।ইন্টার ভিউ হবার পর ফাইনাল মিরেট লিস্ট তার পরে হবে ডুকোমেন্ট ভেরিফিকেশন,ডুকোমেন্ট ভেরিফিকেশন হবার পর হবে জয়েন্ট।

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification)

ELIGIBILITY: Age Limit :- Minimum Age: 18 years

Maximum Age: 30 years (as of 01/01/2024)

Age Relaxation :- Scheduled Castes and Scheduled Tribes: 5 years

Other Backward Classes-A and Other Backward Classes-B: 3 years

Third Gender/Transgender persons: 3 years

Civic Volunteers: 5 years

Ex-servicemen: Upper age limit relaxable by total years of completed service, up to 40 years maximum.

Educational Qualification :- The applicant must have passed the Madhyamik Examination from the West Bengal Board of Secondary Education or its equivalent.

Language Proficiency :- Bengali Language Requirement: Must be able to read, write, and speak Bengali.

Exception: Permanent residents of hill sub-divisions of Darjeeling and Kalimpong Districts.

For Hill Sub-divisions of Darjeeling and Kalimpong Districts: Provisions of the West Bengal Official Language Act, 1961 apply.

Male :- Candidates of all categories(except Gorkhas, Garhwalies, Rajbanshis and Scheduled Tribes) Height -167cm ; Weight- 57kg. Chest-78 cms. (without expansion)83 cms. (with expansion - 5 cms.)

Gorkhas, Garhwalies, Rajbanshis and Scheduled Tribes Heights -160cm ; weight - 53cm. Chest:-76 cms. (without expansion)81 cms. (with expansion - 5 cms.)

Female :- Candidates of all categories (except Gorkhas,Garhwalies, Rajbanshis and Scheduled Tribes) . Height -160, weight -49kg , chest -Not Applicable

Gorkhas, Garhwalies, Rajbanshis and Scheduled Tribes . Height -152cm, Weight - 45 kg, chest -Not Applicable.

শূন্যপদ সংরক্ষণ(RESERVATION OF VACANCIES)

Number of vaccancy

1. Unreserved (UR):- Constable :-519 ; Lady Constable :-35

2. Unreserved (E.C.) :- Constable 449 ; Lady Constable :- 37

3. Unreserved (HG) :- Constable :-244: Lady Constable :- 21

4. Unreserved (Civic Volunteers):- Constable 278 ; Lady Constable :-21

5. Unreserved (Sports Quota):- Constable :- 69 ; Lady Constable :- 6

6. Economically Weaker Sections (EWS):- Constable:- 242 ; Lady Constable:-20

7. Economically Weaker Sections (EWS) (E.C.) :- Constable :- 105 ; Lady Constable:-7

8. Scheduled Caste :- Constable:- 311 ; Lady Constable:-26

9. Scheduled Caste (E.C.) :- Constable:- 243; Lady Constable:- 18

10. Scheduled Caste (HG) :- Constable:-104 8

11. Scheduled Caste (Civic Volunteers) 104 ; Lady Constable:-8

12. Scheduled Tribe:- Constable :- 69; Lady Constable:- 5

13. Scheduled Tribe (E.C.) :- Constable:-70 ; Lady Constable:-5

14. Scheduled Tribe (HG) :-Constable :-34 ; Lady Constable:-3

15. Scheduled Tribe (Civic Volunteers):-Constable :- 35 ; Lady Constable:-3

16. OBC-A:- Constable:- 104 ; Lady Constable:-7

17. OBC-A (E.C.) :- Constable:-104 ; Lady Constable:-9

18. OBC-A (HG) :- Constable:- 69 ; Constable:-5

19. OBC-A (Civic Volunteers) :- Constable:-69; Lady Constable:- 6

20. OBC-B:- Constable:- 104; Lady Constable:- 8

21. OBC-B (E.C) :-Constable:-69; Constable:- 6

22. OBC-B (HG) :-Constable:-35 ; Lady Constable:-3

23. OBC-B (Civic Volunteers):-Constable:- 34 ; Lady Constable:-3

Total Constable:- 3464 ; Lady Constable:-270

আবেদন ফী (APPLICATION FEES & PROCESSING FEES )

General দের সব মিলিয়ে ফি লাগবে 170টাকা।

SC দের সব মিলিয়ে ফি লাগবে 20 টাকা।

ST দের সব মিলিয়ে ফি লাগবে 20 টাকা ।

Credit Cards,Net banking Transaction এর জন্য GST লাগবে 5টাকা । Other এর ক্ষেত্রে যেমন Debit Cards(Visa/Master)ও(RuPay) কিংবা UPI Transaction ক্ষেত্রে কোনো GST লাগবে না।

Kolkata Police online apply

Kolkata Police online apply করতে হলে আপনাকে অবশ্যই প্রথমে Kolkata Police এর website http://www.wbpolice.gov.in/ এ যেতে হবে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন হয়ে গেল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লকইন করে আপনাকে এপ্লিকেশন করতে হবে। এপ্লিকেশন হয়ে গেলে টাকা পেমেন্ট করতে হবে ।আর যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আপনার এপ্লিকেশন বাতিল করা হবে।

Below Post Ad

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area